এরশাদের নির্দেশেই জাপার প্রেসিডেন্ট হয়েছিলাম, তাই তিনি মাইনাস হননি : আনিস
এম কবির : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মুখ খুলছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এরশাদের বক্তব্যের প্রতিবাদ জানান। এক-এগারোর সময় কী পরিস্থিতিতে এরশাদের উপস্থিতিতে এবং কী কারণে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন, তার ব্যাখ্যা দেন।
১/১১ এর সময় হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছিলেন বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। মঙ্গলবার (০১ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ব্যারিস্টার আনিস বলেন, ১/১১ এর সময় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশেই দলের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছিলাম। আর এজন্যই তিনি (এরশাদ) রাজনীতি থেকে মাইনাস হননি।
‘ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে নয়, একটা পার্টিকে ধ্বংস করা উচিত হবে না। এক জনের স্বার্থে একটা দলকে ধ্বংস করা উচিত নয়। তাই আহ্বান জানাবো কারও ওপর একক সিদ্ধান্ত না চাপিয়ে গণতান্ত্রিক মাত্রার মধ্যে থাকার।
২৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ এক-এগারোর কুশীলব হিসেবে তার দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এক-এগারোর হোতাদের সঙ্গে হাত মিলিয়ে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়েছিলেন বলেও দাবি করেন সাবেক এ রাষ্ট্রপতি।
এরশাদের এমন বক্তব্যের পর আনিসুল ইসলাম মাহমুদ ও তার অনুসারীরা পার্টির চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হন। বিষয়টি নিয়ে দলের মধ্যেও তোলপাড় সৃষ্টি হয়। দুদিন ধরে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে দলের ঘনিষ্ঠজনদের কাছে এরশাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনিস। একপর্যায়ে তিনি এরশাদের বিরুদ্ধে মুখ খোলার সিদ্ধান্ত নেন।
এরশাদের বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও তার ঘনিষ্ঠজনদের কাছে দাবি করেছেন আনিসুল ইসলাম। তিনি বলেছেন, এরশাদের ইচ্ছায় তিনি ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। দায়িত্ব পালনকালে তিনি পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেননি।