এরশাদের রংপুর ঘোষণা: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় পার্টির স্থবির রাজনীতিতে কিছুটা হলেও উত্তাপ ছড়ালেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ, তিনি সাবেক মন্ত্রী ও তার ছোট ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মহানগরীর জাতীয় পার্টি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।
এ সময় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আমার ছোট ভাই জি এম কাদের। আজ থেকে তাকে তামি পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দিলাম। আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে কো-চেয়ারম্যানের বিষয়টি দলীয় সংবিধানে অন্তর্ভূক্ত করব।’
এরশাদ বলেন, ‘আমি এখনো শৃঙ্খলমুক্ত রাজনীতিবিদ নই। আমার রাজনীতি এখনো শৃঙ্খলে বন্দি। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুব শিগগিরই আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে ইস্তফা দেব এবং জাতীয় পার্টিকে সত্যিকার বিরোধী দলে পরিণত করে আগামী নির্বাচনে অংশ নেব।
প্রেস ব্রিফিংয়ে জি এম কাদের উপস্থিত ছিলেন।
তবে এরশাদ সাহেব তার এই সিন্ধান্ত সত্যি বাস্তবায়ন করতে পারেন কিনা তাই এখন দেখার বিষয়, কারণ জাতীয় পার্টির সকল কলকাঠি নাড়ছেন তার স্ত্রী রওশন এরশা্দ।