এ বছরে পাঁচটি গ্রহণ

জ্যোতির্বিজ্ঞানে গ্রহণ বলতে একটি খন্ডবস্তুর কারণে অন্য একটি খন্ডবস্তুর আংশিক বা পূর্ণরুপে আড়াল হওয়াকে বোঝায়। যাকে প্রচ্ছায়া বা উপচ্ছায়াও বলেন কেউ কেউ। সূর্যগ্রহণ-চন্দ্রগ্রহণের সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। বছরে দু-একটি গ্রহণ দর্শনে অভ্যস্ত আমরা। তবে এ বছরে একটি বা দু’টি নয়, একেবারে পাঁচটা গ্রহণ দেখা যাবে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, এই পাঁচটা গ্রহণের দু’টি গ্রহণ দেখতে পাওয়া যাবে ভারত থেকে। আগামী ৯ মার্চে আংশিক সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো থেকে। ২৩ মার্চে রয়েছে একটি চন্দ্রগ্রহণ। তবে এটি ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। আবার ১৮ আগস্টে এবং ১ সেপ্টেম্বর রয়েছে আরও দুটি চন্দ্রগ্রহণ। এই দু’টির কোনওটিই এ দেশ থেকে দেখতে পাওয়া যাবে না। সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ হবে ১৬ সেপ্টেম্বর। আর এটা দেখা যাবে পুরো ভারতবর্ষ জুড়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.