ওদের হাতেই দলের ঝাণ্ডা
দক্ষ নাবিকের মতো দলকে নেতৃত্ব দেবেন তারা। বিপিএলের তৃতীয় আসরে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির পাঁচটিই অবশ্য দলপতি হিসেবে নির্বাচন করেছেন দেশীয় পাঁচ ‘আইকন’ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে। এই পাঁচের সঙ্গে এক বিদেশিও আছেন। এক নজরে দেখে নিন ছয় দলের ছয় অধিনায়ককে-