ওবায়দুল গণি চন্দন
পার্টস অফ স্পিচ
সবাই জানি কোনো কিছুর
নামকে বলে নাউন,
যেমন ঢাকা টাউন।
প্রো-নাউনের হয় ব্যবহার
একটা শুধু শর্তে,
নাউনের পরিবর্তে।
যখন তুমি এটা সেটা করতে
করতে কিছু পারবে,
পড়বে সেটা ভার্বে।
এডজেকটিভ এডভার্ব আর
প্রি- পজিশন,
বলো দেখি জলদি তাদের
কি পজিশন?
কথা শোনো আমার
বইটা খোলো গ্রামার
আরো পাবে কনজাংশন
ইন্টারজ্যাকশন,
পার্টস অফ স্পিচ ওদের নিয়েই
করে যে অ্যাকশন।