ওয়েস্ট ইন্ডিজ সফর: নয় বছর পর বিদেশে সিরিজ জয় বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে নয় বছর পর বিদেশের মাটিতে আবার কোন সিরিজ জিতল বাংলাদেশের ক্রিকেটাররা।
শনিবার রাতে সেন্ট কিটসে তৃতীয় এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুললো টাইগাররা।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরি আর ঝড়ো গতিতে মাহমুদুল্লাহর ৬৭ রানে ভর করে, ৬ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
তাড়া করতে নেমে ৬ উইকেটে ২৮৩ রান করতেই ওভার শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।
এর আগে গায়ানায় বাংলাদেশ প্রথম ওয়ানডে ৪৫ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচ ৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার সিরিজ জিতল বাংলাদেশ।
বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০০৯ সালে। দেশের মাটিতে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১৬ সালে।
এই জয়ের পেছনে কি ভূমিকা রেখেছে?
ব্যাসেটিয়ের থেকে ক্রীড়া সাংবাদিক রাকিবুল হাসান বলছেন, ”বাংলাদেশ শুরু থেকে জেতার মতোই খেলেছে। গায়েনাতে বাংলাদেশ একটি ম্যাচে জিতল, আবার একটি ম্যাচ মাত্র ৩ রানে হারলো। সেই আত্মবিশ্বাসটাই এখানে কাজ করেছে। তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে এবং ৩০১ রান তুলেছে। এর আগে এই মাঠে আর কোন প্রতিপক্ষ তিনশোর ওপর রান তুলে জিততে পারেনি। সেটাই প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের বোলাররা।”
”নয় বছর পর আবার বিদেশের মাটিতে একটি সিরিজ জিতল বাংলাদেশ। এটা আসলেই একটা বিশেষ ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য।”
কিন্তু একই মাটিতে যেখানে টেস্টে চরম খারাপ নৈপুণ্য দেখিয়েছে, বাংলাদেশ, সেখানে ওয়ানডেতে সিরিজ জয় করে নিয়েছে। একই দলের বিপক্ষে খেলার এই পার্থক্যের কারণ কি?
রাকিবুল হাসান বলছেন, ”এ কথাটি সত্যি, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট যতটা ভালো খেলে, টেস্ট এবং টি টোয়েন্টিতে এ রকম ধারাবাহিক পারফর্মেন্স পাওয়া যায় না। এ বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বা সাকিব আল হাসানের সঙ্গে যখনি আমাদের কথা হয়েছে, মাঝে মাঝে এ বিষয়টি ওঠে, তখন তারা বলেন যে, টেস্ট ক্রিকেট খেলাটি পাঁচদিনের খেলা যেখানে অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিতে হয়।”
”এ জায়গায় এখনো ঘাটতি আছে দলের। তাই দেখা যায় পাঁচদিন ধরে খেলতে গিয়ে হঠাৎ করে দল ভেঙ্গে পড়ে।”
তবে তারা সেটি কাটিয়ে ওঠারও তারা চেষ্টা করছেন বলে জানান এই ক্রীড়া সাংবাদিক।
টি টুয়েন্টিতে কি হবে?
কাগজে কলমে ওয়েস্ট ইন্ডিজ টি টুয়েন্টিতে বাংলাদেশের চাইতে অনেক শক্তিশালী দল। আবার বিশ্বের অনেক টি টুয়েন্টি টুর্নামেন্টের ফাঞ্চাইজিতে ক্যারিবিয়ান খেলোয়াড়দেরই দাপট বেশি দেখা যায়।
ওয়ানডের এই সাফল্য টি টুয়েন্টিতে কতটা ধরে রাখা সম্ভব হবে?
রাকিবুল হাসান বলছেন, ”সেন্ট কিটসের এই মাঠেই প্রথম টি টুয়েন্টি ম্যাচটি হবে। মাঠটি তুলনামূলক একটু ছোট, যা হয়তো বাংলাদেশকে একটু সহায়তা দেবে। কাগজে কলমে পিছিয়ে থাকলেও ওয়ানডে সিরিজের জয় তাদের নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে।”
বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা ভালো না করলে ফল ভালো হয় না। কিছুদিন ধরে এমন একটি সমালোচনা চলছে। খেলা শেষে প্রেস ব্রিফিংয়ের সময় সেই প্রশ্নটি করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বরাত দিয়ে রাকিবুল হাসান বলছেন, ” তিনি বলেছেন, এটা কথাটি সত্যি, গত এক-দুই বছরের রেকর্ড তাই বলছে। কিন্তু তিনি চান, সবাই একসাথে জ্বলে উঠতে না পারলেও, জুনিয়রদের একজন দুইজন বিভিন্ন ম্যাচে সাপোর্ট তৈরি করুক।” বিবিসি বাংলা ।