ওয়ানডে ও টি-২০ র্যাংকিংয়ে অষ্টম স্থানে আফগানিস্তান
শ্রীলঙ্কাকে টপকে এবার আইসিসি টি-২০ র্যাংকিং-এর অষ্টমস্থানে উঠে এলো যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান ক্রিকেট দল।
টেস্ট ফরম্যাটের পর বুধবার নতুন করে ওয়ানডে ও টি-২০ র্যাংকিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-২০ ফরম্যাটের র্যাংকিং-এ চোখে পড়ার মত ছিলো আফগানদের উন্নতি।
টি-২০ র্যাংকিংয়ে ২০১৪-১৫ মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করা হয়নি। এরপরের বছরগুলোতে পারফরমেন্সের ৫০ শতাংশ বিবেচনা করে আইসিসি। শেষ তিন বছরে ৩৮টি টি-২০ ম্যাচে ২৯টিতে জয় পায় আফগানিস্তান।
জয়ের দিক দিয়ে শ্রীলংকার চেয়ে বেশ এগিয়ে আফগানিস্তান। কারণ গেল তিন বছরে ৪১ ম্যাচে মাত্র ১২টি জয়ের স্বাদ পেয়েছে লঙ্কানরা। তাই লঙ্কানদের টপকে র্যাংকিং-এর অষ্টম স্থানে জায়গা করে নেয় আফগানিস্তান।
আগেই বাংলাদেশকে পেছনে ফেলা আফগানদের রেটিং এখন ৮৭। ৮৫ পয়েন্ট রয়েছে শ্রীলংকার। ৭৫ পয়েন্ট নিয়ে র্যাংকিং-এর দশম স্থানে বাংলাদেশ।
১৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত।