কক্সবাজারে এইচআরসি পরিবেশকদের মিলনমেলা
‘এগিয়ে যাব বাধাহীন’- এ স্স্নোগানে কক্সবাজারের হোটেল সিগালের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচআরসি পরিবেশকদের মিলনমেলা। শনিবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয়দিনের অনুষ্ঠান শুরম্ন হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এইচআরসি (চা) নির্বাহী পরিচালক মোহাম্মদ ইদ্রিস। এ ছাড়া আরও বক্তব্য রাখেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সরওয়ার মোহাম্মদ ইউসুফ, হেড অব মার্কেটিং মোহাম্মদ ইকবাল চৌধুরী, হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) গোলাম ফারম্নক আলম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ফওজিয়া আলমাস জুলি। পরিবেশকদের মধ্যে বক্তব্য রাখেন রাধা কুমার সাহা, আবুল কালাম, পুষ্প কুমার, মোহাম্মদ ইউসুফ আলী, আফজাল হোসাইন। অনুষ্ঠানে পরিবেশকদের সাফল্যের জন্য ক্রেস্ট ও উপহার দেয়া হয়। পরে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।