কথন সাহিত্য সম্মাননা ২০১৫ ঘোষণা
কথন সাহিত্য সম্মাননা ২০১৫ ঘোষণাঃ
এবার পুরস্কার পাচ্ছেন এয়াকুব সৈয়দ,ফারজানা রহমান শিমু, বিশ্বজিৎ সেন, আলী আসকর, আলমগীর শিপন
চট্টগ্রাম থেকে প্রকাশিত শিশুকিশোর মাসিক পত্রিকা কথনের উদ্যোগে ‘কথন সাহিত্য সম্মাননা,২০১৫’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আজ (২৬ জানুয়ারি,২০১৬) সকালে কথন কার্যালয়ে আয়োজিত নীতি নির্ধারকদের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। কথন সম্পাদক গীতিকার ও ছড়কার ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কথনের পরামর্শক কবি ও প্রাবন্ধিক সাঈদুল আরেফীন, কথনের নির্বাহী সম্পাদক শিশুসাহিত্যিক রমজান আলী মামুন,সহ সম্পাদক আবছার উদ্দিন অলি, বিভাগীয় সম্পাদক আল জাবেরী,ইলিয়াস বাবর প্রমূখ।
সাহিত্যের বিভিন্ন মাধ্যমে (ছড়া,গল্প,কবিতা) কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এবার ৫ জনকে ২০১৫সালের কথন সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনয়ন করা হয়। এতে মনোনীত ব্যক্তিরা হলেন, ছড়াসাহিত্যে ছড়াশিল্পী এয়াকুব সৈয়দ, কবিতায় কবি বিশ্বজিৎ সেন, গল্পে গল্পকার ফারজানা রহমান শিমু, গল্পকার আলী আসকর ও গল্পকার আলমগীর শিপন। আগামী ২৬ ফেব্রুয়ারি,২০১৬,শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেয়া হবে। বিগত এক দশক ধরে সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য কথন সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়ে আসছে। রমজান আলী মামুন।