রাজকন্যার বাবা হচ্ছেন সাকিব
রাজকন্যার বাবা হচ্ছেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাবা হচ্ছেন খবরটি পুরনো হলেও নতুন খবর দিলেন তিনি নিজেই। ছেলে নয়, কন্যা সন্তানের বাবা হচ্ছেন সাকিব। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, ‘রাজকন্যার আগমণের ক্ষণ গণনা শুরু।’ সাকিব-শিশির দম্পত্তির প্রথম সন্তানটি ভূমিষ্ট হবে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শুরুতে প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন তারা। বর্তমানে ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পত্তি।