কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় বিনিয়োগ করছে মাইক্রোসফট
কম্পিউটার বিজ্ঞান শিক্ষায় বিনিয়োগ করছে মাইক্রোসফট
অনলাইন ডেস্ক
কম্পিউটার বিজ্ঞান শিক্ষাকে আরও বেশি মূলধারায় শিক্ষা হিসেবে পরিচয় করাতে তিন বছরের একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট। এই উদ্যোগ সফল করতে সাড়ে সাত কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট এই অর্থ অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের স্কুলগুলোতে দেবে।
কম্পিউটার বিজ্ঞান শিক্ষা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে সেলসফোর্সের বার্ষিক ড্রিমফোর্স সম্মেলনে সত্য নাদেলা সাড়ে সাত কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
২০১২ সালে ইয়ুথস্পার্ক উদ্যোগ নামে যে উদ্যোগ নিয়েছিল এই ঘোষণা তারই অংশ বলে জানিয়েছে মাইক্রোসফট। নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে এই অর্থ স্কুলগুলোর জন্য খরচ করবে মাইক্রোসফট।
এর লক্ষ্য হচ্ছে গণিত ও পদার্থবিদ্যাকে যেভাবে মূল বিষয় হিসেবে মনে করা হয় কম্পিউটার বিজ্ঞানকেও সেভাবে গুরুত্বপূর্ণ করে তোলা।
নাদেলা বলেন, আমাদের অর্থনীতির সব ক্ষেত্রেই কম্পিউটার সংক্রান্ত চিন্তাভাবনা যুক্ত থাকবে।