কাবুলকে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ দিয়েছে দিল্লি!

ভারত আফগান তালেবান দমনে উপহার হিসেবে চারটি ‘উড়ন্ত ট্যাঙ্ক’ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনটি বিস্তারিত তুলে ধরা হলো।

ভারত উপহার দিয়েছে চারটি ‘উড়ন্ত ট্যাঙ্ক’। উচ্ছ্বসিত আফগানিস্তানের সশস্ত্র বাহিনী। দেশের অশান্ত দক্ষিণাংশে তালিবান বিরোধী অভিযান চালাতে বেগ পেতে হচ্ছিল আফগান সেনাকে। কিন্তু আফগানিস্তানকে ভারতের দেওয়া ‘উড়ন্ত ট্যাঙ্ক’ অর্থাৎ এমআই-২৫ অ্যাটাক হেলিকপ্টার এ বার কাঁপুনি ধরিয়েছে তালিবানের বুকেও। একই সঙ্গে ঘোর চিন্তায় পাকিস্তানও। আকাশ থেকে কীভাবে আগুন ঝরায় এই হেলিকপ্টার গানশিপ, তা ভালই জানে যে কোনও দেশের সেনা। ভারতের সঙ্গে আফগানিস্তানের বন্ধুত্ব যে ভাবে বাড়ছে, তাতে অনেক দিন ধরেই উদ্বেগে পাকিস্তান। এবার নিজেদের প্রতিরক্ষা নীতি ভেঙে আফগানিস্তানকে ভারত বিধ্বংসী হেলিকপ্টার দিয়ে দেওয়ায়, দু’দিক দিয়ে ঘেরাও হওয়ার আশঙ্কা দেখছে ইসলামাবাদ।

এমআই-২৫ হেলিকপ্টার রাশিয়ায় তৈরি। ভারতীয় বিমানবাহিনীতে তার আধুনিকতম সংস্করণগুলিই রয়েছে। এমআই-২৫ এবং এমআই-৩৫-এর একাধিক স্কোয়াড্রন তৈরি রেখেছে ভারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই রাশিয়ার এমআই কপ্টারগুলিকে ‘উড়ন্ত ট্যাঙ্ক’ বলে ডাকা হয়। ট্যাঙ্কের যেমন বিধ্বংসী রূপ দেখা যায় যুদ্ধক্ষেত্রে, এমআই-২৫ আকাশ থেকে অনেকটা সেই রূপেই দেখা দেয়। বলছেন সমর বিশারদরা। ভারী গোলাবর্ষণে প্রতিপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া, প্রবল বেগে গুলিবর্ষণ করতে থাকা, শত্রুর উপর আগুন ঝরানো— এই সব বিধ্বংসী ক্ষমতার জন্যই এই হেলিকপ্টারের এমন নামকরণ হয়েছে। এমআই-২৫-এর ক্ষিপ্রতার সঙ্গে এঁটে ওঠা তালিবানের পক্ষে মুশকিল। ভারত আফগান সেনাবাহিনীকে এই ‘উড়ন্ত ট্যাঙ্ক’ উপহার দেওয়ায় কন্দহরের আশপাশে ঘাঁটি গেড়ে থাকা তালিবান কম্যান্ডাররা এ বার বিপদের মেঘ দেখতে শুরু তো করেছেনই। সঙ্গে ঘোর চিন্তায় পড়েছে পাকিস্তানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.