কাল থেকে ২০ দিন ইলিশ ধরা বন্ধ
আগামীকাল বুধবার থেকে আবারো বন্ধ হয়ে যাচ্ছে ইলিশ মাছ শিকার। প্রতি বছর এই সময় পনের দিনের জন্য ইলিশ শিকার বন্ধ করা হলেও এবার বন্ধ করা হচ্ছে বিশ দিনের জন্য। উচ্চ পর্যায়ের এক বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ইলিশ শিকার বন্ধ করা হচ্ছে। তবে এই সময় জেলেরা যাতে কোন ধরনের কষ্টে না পড়ে সেজন্য ১৭ হাজার ৫শ’ জেলে পরিবারকে বিশ কেজি করে চাল দেয়া হবে।
আগামীকাল ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত সাগরে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়েছে। প্রতি বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার ১৫ দিনের জন্য বন্ধ থাকে। এবার সময়কাল ৫দিন বৃদ্ধি করা হয়েছে।