কিশোর আহত, চার্জ দিতে গিয়ে মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ
চার্জ দিতে গিয়ে মোবাইলের ব্যাটারি বিস্ফোরিত হয়ে মো. রাকিব নামে এক কিশোর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। বিস্ফোরণের পর এলাকায় প্রচার পায়, বোমা তৈরি করতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে রাকিবের পিতা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল বলেন, এটা অপপ্রচার। তিনি জানান, গত রাত ৮টার দিকে ঘরে মোবাইলের ব্যাটারি খুলে চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে তার ছেলে হাতে আঘাত পায়। তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সূত্র: দৈনিক আজাদী।