কীভাবে ছুটি কাটান জাস্টিন ট্রুডো
রাজনীতিবিদদের কাজটাই হলো ভীষণ চাপের৷ তাই এই চাপ থেকে তারাও কিছুটা মুক্ত হতে চান৷ ডয়চে ভেলে খোঁজার চেষ্টা করেছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা কীভাবে তাদের ছুটি কাটান৷
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গণমাধ্যমকর্মীদের কাছে ভীষণ প্রিয় হলেও তাঁর অবসর কাটানোর সব খবর কিন্তু জনগণ ভালোভাবে নেয় না৷ বাহামায় এ বছরের নববর্ষ উদযাপনের সময় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল৷ কেননা তিনি সরকারি বিমানের বদলে ব্যক্তিগত হেলিকপ্টারে চেপে সেখানে গিয়েছিলেন, যা নিয়মের বিরোধী৷ গ্রীষ্মে স্ত্রীকে নিয়ে বাড়ির কাছে নোভা স্কশিয়াতে সময় কাটিয়েছেন তিনি৷