কেমন আছে রাজযোটকের বনি?
অনামিকা চক্রবর্তী৷ বাংলা ধারাবাহিকে যারা একটু আধটু উঁকি দেন তাঁদের কাছে খুবই পরিচিত নাম এটি৷ সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক রাজযোটক৷
বাংলা ধারাবাহিকে এতো সহজ সাবলীল ফ্রেশ অভিনয় খুব সহজেই দর্শকের মনে দাগ কেটে যায়৷ বনি থুড়ি অনামিকা সেই ধারাবাহিক থেকে বিদায় নিলেও জনপ্রিয়তাই ফের তাকে যেন ফিরে আসতে বাধ্য করেছিল৷
রাজযোটকে একটা চরিত্র নয়, একাধিক চরিত্রের দায়িত্ব ছিল তাঁর কাঁধে৷ প্রতিভার জেরেই নিজের কাজে সফলভাবে উতরে গিয়েছেন তিনি৷ কখনও বাবলি, কখনও নেগেটিভ শেডের ক্যারেক্টার, কখনওবা লোভ-ঈর্ষা-প্রেম সব এক্সপ্রেশনেই অনামিকা বাজিমাত করেন৷
এরপর একের পর এক কাজ তাঁর ঝুলিতে৷ কখনও হোলি ফাঁক এর মতো ওয়েব সিরিজ, কখনওবা একটা ভালোবাসার গল্প, ছবির কাজ, তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছেই৷ বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী অনামিকা৷