কে হবে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন জানালো জ্যোতিষী উট
এবারের রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।অপরদিকে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে উঠেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তাই এখন শুরু হয়েছে বিশ্বকাপ ফাইনালে কে জিতবে? ক্রোয়েশিয়া নাকি ফ্রান্স! এ নিয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা।
ইতোমধ্যে উট শাহীন ফাইনালে কে জিতবে তা নির্ধারণ করে ফেলেছেন। শাহীনের মতে এবারের বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়া।
উল্লেখ্য, ২০১০ সালে অক্টোপাসের ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য এখনো সবাই তার কথা মনে রেখেছে। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে। তাই সঠিক হয়েছিল। তবে এবারের রাশিয়া বিশ্বকাপে দেখা গেছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। অন্যদিকে এবারের বিশ্বকাপে উট শাহীনও আলোচনায় এসেছে তার সঠিক ভবিষ্যদ্বণীর মাধ্যমে।
তবে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট।
সেমি-ফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করতে সক্ষম হয়েছে শাহীন। তবে এবার বিশ্বকাপ ফাইনাল নিয়ে তার ভবিষ্যদ্বাণী কি সত্য হবে? তা বলা যাবে বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পর।