ক্রিয়েটিভ ল্যাবস বন্ধ করল ফেসবুক
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক তাদের জনপ্রিয় বিভাগ ‘ক্রিয়েটিভ ল্যাবস’ বন্ধ করে দিয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিভাগটি বন্ধ করেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
বেশ কিছু পরীক্ষামূলক সামাজিক অ্যাপের নির্মাতা ক্রিয়েটিভ ল্যাবস। দুই বছর আগে স্টার্টআপ কোম্পানি হিসেবে ল্যাবসটি প্রতিষ্ঠা করে ফেসবুক। ক্রিয়েটিভ ল্যাবস স্লিংশট, রুমস ও রিফের মতো জনপ্রিয় সামাজিক অ্যাপ তৈরি করে। বিভাগটি বন্ধের পর পরই এই অ্যাপগুলোও অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপস্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ফেসবুকের এক মুখপাত্র জানান, অ্যাপগুলোর হালনাগাদ সেবা কখনোই চালু করা হয়নি। তাই অ্যাপগুলো অ্যাপস্টোর ও প্লেস্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।