কড়া নজরদারিতে পিনাক ঘোষ!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার পিনাক ঘোষকেও কড়া পাহারায় রেখেছে টিম ম্যানেজমেন্ট।তবে এর কারণ ফিক্সিং নয়। ফাস্ট ফুডের মোহ এতটাই বেশি পিনাকের যে, তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের দাবি, প্রতিভাবান এ ক্রিকেটারকে কোনোভাবেই হারাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য কড়া পাহাড়ায় রাখা হয়েছে তাকে। তবে পাহাড়ায় থাকাকালীন সময়েও লুকিয়ে ফাস্ট ফুড খেতে গিয়ে ধরা পড়েছেন পিনাক। এ প্রসঙ্গে পিনাক বললেন, ‘পাহারা আমার জন্যে সব সময়ই থাকে। কোচ, ট্রেনার, সবাই অনেকভাবে আমাকে পাহারা দেওয়ার চেষ্টা করে। স্যান্ডউইচ, বার্গার, চিকেন খেতে দেয় না। চুরি করে মাঝে মাঝে খেয়ে ফেলি। মাঝে মাঝে ধরাও খাই। চুরি করে যখন খাই তখন যদি এসে পরে লুকাতে গিয়ে ধরা খাই। জিজ্ঞেস করে, ‘কি খাচ্ছিস দেখি?’ তখনই দেখিয়ে দেই।’ ২০১৫ সালের জুন-জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফর দিয়ে লাইমলাইটে আসেন পিনাক। যদিও সে সময় তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। স্বাস্থ্যবান হওয়ার কারণে শতভাগ সামর্থ্য না দেওয়ার কথা নিজ থেকেই জানিয়েছিলেন পিনাক। তবে তার দাবি, ধীরে ধীরে হাই লেভেলে ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। আর এ জন্য টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানান পিনাক। বললেন, ‘আসলে আমার ফিটনেস কম। হাই লেভেলে ক্রিকেট খেলতে যেই ধরণের ফিটনেস দরকার তা এখনো আমার হয়নি। আমাদের ফিটনেস ট্রেনার তুষার স্যার আমাকে নিয়ে বেশ কাজ করেছেন। আমার থেকেও বেশি কষ্ট উনি আমার জন্য করেছেন। আমার ব্যাটিং পাল্টে দিয়েছেন আমাদের কোচ বাবুল স্যার (মিজানুর রহমান)। নেটে আমাকে নিয়ে আলাদা করে কাজও করেছেন। এগুলো আমার খুব উপকার হয়েছে।’ এদিক, ফাস্ট ফুডের মোহ কাটিয়ে উঠতে না পারা পিনাক ভাত খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন! তবে কড়া পাহাড়ার পাশাপাশি কড়া শাসন পেলে ফাস্ট ফুডটাও ছেড়ে দিতে পারবেন বলে বিশ্বাস ১৭ বছর বয়সী এ উদ্বোধনী ব্যাটসম্যানের।
উৎসঃ Priyo

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.