খবরের গল্প
ড. মোহাম্মদ মনিরুজ্জামান লিখেছিলেন (গেয়েছেন শিল্পী আবদুল জব্বার), প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে/জীবনপাতার অনেক খবর রয়ে যায় অগোচরে।
আসলেই তাই। তবে শিক্ষাবিস্তার এবং মিডিয়া ও প্রকাশনাশিল্পের অগ্রগতির কারণে অনেক খবর এখন আর অগোচরে থাকছে না। কোন-না-কোনভাবে তা পাঠকের গোচরে আসছেই।
চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক শামসুল হক হায়দরীর ‘খবরের গল্প’ বইটি তেমন অনেক খবর পাঠকের গোচরে এনেছে। এবার বইমেলায় প্রকাশিত বইটির নাম শুনেই এর বিষয়বৈচিত্র্য অনুভব করা যায়। তাই বিস্তারিত আলোচনা না-ই বা হলো।
শামসুল হক হায়দরী শুধু প্রতিষ্ঠিত সাংবাদিক নন, পেশাগত ব্যস্ততার ফাঁকে লেখালেখিতেও নিবেদিত। গল্পকার ও নাট্যকারও তিনি। ফলে তাঁর বইটির প্রতিটি রচনা একদিকে যেমন হয়েছে তথ্যবহুল, তেমনি সুখপাঠ্য। অনেক সাংবাদিকের বইয়ের মতো কেবল রিপোর্টধর্মী হয়ে যায়নি তাঁর বই।
বইটি প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন। খবরের পেছনের খবর এবং অগোচরে থেকে যাওয়া জীবনপাতার আরো অনেক খবর জানতে ইচ্ছুক পাঠকদের এ বই অবশ্যই পড়তে বলবো।
হুমায়ুন সাদেক চৌধুরী