গানের উৎকর্ষতা না থাকলে ভিডিও করেও কোনো লাভ নেই
এদেশের পপ গানে এখনকার সময়ে যে দু-তিনজন শিল্পী নেতৃত্ব দিচ্ছেন তাদের ভেতরে একজন শারমিন রমা।
বর্তমানে প্লে-ব্যাক ও নিজের সিঙ্গেলস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিগগিরই রিলিজ পাবে মানাম আহমেদের সঙ্গীত পরিচালনায় রমার নতুন মিউজিক ভিডিও।
নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে রমা বলেন, ‘অনেকদিন পর আসিফ ভাইয়ের সাথে একটি ডুয়েট গানে কাজ করলাম। আর আমার নতুন এই কাজে একটি ডুয়েট গান ছাড়াও থাকবে একক দুটি গান। সবগুলো গানই পরিচালনা করেছেন মানাম আহমেদ। সবকিছু ঠিক থাকলে ইচ্ছে আছে এই মাসের শেষের দিকে মিউজিক ভিডিওগুলো মুক্তি দেওয়ার।’
বর্তমান মিউজিক ভিডিও নির্ভর ইন্ডাস্ট্রি প্রসঙ্গে রমা বলেন, ‘মিউজিক ভিডিও আগেও হয়েছে। এখনও নিয়মিত হচ্ছে। অডিও ইন্ডাস্ট্রির এখন যা অবস্থা তাতে সবাই বিকল্প ব্যবস্থায় গান রিলিজ দিচ্ছে। এখন দিনকে দিন মিউজিক ভিডিওর গুরুত্ব বাড়ছে। মিউজিক ভিডিও না করলে এখন ভালো গানটিও মরে যায়। তবুও আমি বলবো গানের উত্কর্ষতা না থাকলে ভিডিও করেও কোনো লাভ নেই।’
উল্লেখ্য, একজন পপ গায়িকার পাশাপাশি শারমিন রমা একজন অনন্য নিউজ কাস্টার। দীর্ঘ বিরতির পর রমার মিউজিক ভিডিও বাজারে আসছে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আসলে অনেক বিরতির পর আমার নতুন কোনো গান মিউজিক ভিডিও রূপে বাজারে আসছে। আমার শেষ দুটি অ্যালবাম মুক্তি পায় ২০০৬ ও ২০০৯ সালে। আর আমি মূলত পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নিয়েছি। সাংবাদিক হিসেবে বিবিসি-তে নিয়োজিত আছি। বিবিসি-তে ‘বিবিসি প্রবাহ’ শিরোনামে একটি অনুষ্ঠান পরিচালনা করি।’