গান না জানা অনেকেই হুট করে একটা গান দিয়ে তারকাখ্যাতি পেয়ে যাচ্ছেন : আঁখি আলমগীর
সংগীতাঙ্গনের অবস্থা আগেও ভালো ছিল, এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে অডিও বাজারের অবস্থা ভালো নেই। এখন কেউ অ্যালবাম কিনছে না। ছোট-বড় কোনো শিল্পীর অ্যালবামই শ্রোতারা কিনে শুনছেন না। ফলে গান করাটা এখন বাবার টাকায় করার মতো হয়ে গিয়েছে। কথাগুলো বললেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তিনি বলেন, এটা শুধু আমাদের এখানেই নয়। সারা বিশ্বেই গানের বাজারে মন্দাবস্থা চলছে। ভারতের ইএমডির বড় বড় শোরুমগুলো বন্ধ হয়ে গিয়েছে। ইউরোপ-আমেরিকাতেও গান বিক্রির ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তারা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গানের বাজার সৃষ্টি করছেন। আমরা সেটা পারছি না। তাই বাধ্য হয়ে আমাদের শিল্পীরা খারাপ সময় পার করছেন। আমাদের এখানে কণ্ঠশিল্পীদের আয়ের প্রধান উৎস স্টেজ প্রোগ্রাম। তারপর রয়েছে সিনেমার প্লেব্যাক। আজকাল সবাই চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। এ কারণে চলচ্চিত্রে মানহীন গানও বেড়েছে। গান না জানা মানুষ হুট করে একটা গান দিয়ে তারকাখ্যাতি পেয়ে যাচ্ছেন। সেই খ্যাতি ধরে বা সুসম্পর্কের কারণে তারা চলচ্চিত্রে গাইছেন। কিন্তু তাদের গান মানুষ নিচ্ছে না। শ্রোতাপ্রিয়তাই যে শিল্পের মাপকাঠি নয়-এটা সবাই ভুলতে বসেছেন। যার ফলে আগে দেখতাম চলচ্চিত্র ব্যবসা করতো হিট গান দিয়ে। সঙ্গীতের মন্দাবস্থা কিভাবে কাটানো যায় এ প্রসঙ্গে আঁখি বলেন, দীর্ঘদিন ধরেই তো সংগীতের অনেক প্রাজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বরা এটা নিয়ে ভাবছেন। তারাই ভালো বলতে পারবেন কী করে আমরা এই দুঃসময় থেকে বের হতে পারি। তবে আমি মনে করি স্টেজ শো গানের প্রসার ও শিল্পীদের উপার্জনের অন্যতম হাতিয়ার হতে পারে।