গিয়াস উদ্দীন সেলিমের ‘স্বপ্নজাল’-এ কৃষ্ণকলি
‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে’ ও ‘নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই’ গান দুটো কানে ভেসে আসতেই চোখের সামনে ভেসে ওঠে গিয়াস উদ্দীন সেলিমের ‘মনপুরা’ ছবির দৃশ্য। চন্দনা মজুমদার ও চঞ্চল চৌধুরীর সঙ্গে পৃথকভাবে গানগুলোয় কণ্ঠ দিয়েছিলেন কৃষ্ণকলি। মাঝে পাঁচ বছরের বিরতি দিয়ে আবারও চলচ্চিত্র নির্মাণ শুরু করেছেন গিয়াস উদ্দীন সেলিম। এবারও তার ছবিতে কণ্ঠ দিচ্ছেন কৃষ্ণকলি।
গিয়াস উদ্দীন সেলিমের নতুন ছবির নাম ‘স্বপ্নজাল’। নায়িকা ব্যতীত বাকি সব চূড়ান্ত। আগামী এক সপ্তাহের মধ্যে নায়িকা নির্বাচন করে মাঠে নামবেন তিনি। নব্বইয়ের দশকের গল্পকেন্দ্রিক এই ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অর্ণব। এরই মধ্যে সংগীতের কাজ শুরু হয়েছে। আর তাতেই কণ্ঠ দিচ্ছেন কৃষ্ণকলি। গানটির কথা ও সুরও করেছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম ছবির ধারাবাহিকতায় এখানে কৃষ্ণকলির কণ্ঠে গান থাকছে। আশা করছি, দর্শক-শ্রোতার মন গলাতে পারব।’ ছবির নায়িকা চূড়ান্ত না হলেও নায়ক হিসেবে থাকছেন নবাগত ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।
অন্যদিকে চতুর্থ একক অ্যালবাম নিয়ে শিগগিরই শ্রোতা-ভক্তদের সামনে হাজির হতে চলেছেন কৃষ্ণকলি। এতে আটটি গান থাকছে, যার মধ্যে ছয়টি গানের কাজ সম্পন্ন হয়েছে। অর্ক সুমনের সংগীতায়োজনে সবগুলো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও কথা লিখেছেন শিল্পী নিজেই।
গিয়াস উদ্দীন সেলিমের নতুন ছবির নাম ‘স্বপ্নজাল’। নায়িকা ব্যতীত বাকি সব চূড়ান্ত। আগামী এক সপ্তাহের মধ্যে নায়িকা নির্বাচন করে মাঠে নামবেন তিনি। নব্বইয়ের দশকের গল্পকেন্দ্রিক এই ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অর্ণব। এরই মধ্যে সংগীতের কাজ শুরু হয়েছে। আর তাতেই কণ্ঠ দিচ্ছেন কৃষ্ণকলি। গানটির কথা ও সুরও করেছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম ছবির ধারাবাহিকতায় এখানে কৃষ্ণকলির কণ্ঠে গান থাকছে। আশা করছি, দর্শক-শ্রোতার মন গলাতে পারব।’ ছবির নায়িকা চূড়ান্ত না হলেও নায়ক হিসেবে থাকছেন নবাগত ইয়াশ রোহান। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।
অন্যদিকে চতুর্থ একক অ্যালবাম নিয়ে শিগগিরই শ্রোতা-ভক্তদের সামনে হাজির হতে চলেছেন কৃষ্ণকলি। এতে আটটি গান থাকছে, যার মধ্যে ছয়টি গানের কাজ সম্পন্ন হয়েছে। অর্ক সুমনের সংগীতায়োজনে সবগুলো গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও কথা লিখেছেন শিল্পী নিজেই।