গুগল সার্চে এক নম্বর, ভারতকে ধন্যবাদ সানির
ভারতে পা রেখেছেন মাত্র তিন বছর। এর মধ্যে দর্শকদের মন জয় করেছেন সানি লিওন। তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষা করার মতো। তাই গুগলে তিনিই যে হবেন মোস্ট সার্চড তা যেন জানাই ছিল। এই বছর আরও এক বার গুগলে মোস্ট সার্চড সেলিব্রিটি হলেন সানি।
এত ভালবাসা পেয়ে আপ্লুত সানি দেশকে ধন্যবাদ জানালেন টুইটারে। সানি টুইট করেছেন, ‘‘ভারতকে অনেক ধন্যবাদ। তোমাকে খুব ভালবাসি। ভাবতেও পারিনি গুগল সার্টে আবার এক নম্বর হব। শুভ রাত্রি।’’