গেইল ঝড়ের অপেক্ষা
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে বরিশাল বুলসের ব্যাট হাতে ঝড় তুলতে শুক্রবার বিকেলে ঢাকায় পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে বাঁহাতি ওপেনার ক্রিস্টোফার হেনরি গেইল। বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জ্যামাইকান ব্যাটসম্যানের বহন করা বিমানটি নামার কথা থাকলেও প্রায় ২৭ মিনিট পর অবতরণ করে। গেইলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বুলসের মিডিয়া ম্যানেজার অনন্ত।
সেমিফাইনালের আগে বরিশালের হয়ে সব ম্যাচই খেলবেন তিনি। এমনকি বরিশাল বুলস সেরা চারে উঠলে বাকি ম্যাচগুলোও খেলবেন গেইল। বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রয়েছে তারই। বিপিএলে ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছিলেন গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা।
আগের আসরগুলোর মতো এবারো গেইলের ব্যাটিং জাদু দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। খোদ গেইলও মুখিয়ে আছেন বিপিএলের মঞ্চে আরেকবার সেঞ্চুরি করতে। বুধবারই বরিশালের হয়ে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় তরুণ ওপেনার এভিন লুইস। গেইল আসলে দুই উইন্ডিজ ওপেনার মাতাবেন বিপিএল এমনটাই আশা বরিশাল বুলসের কর্মকর্তাদের।
বরিশাল বুলসও বেশ ছন্দে রয়েছে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে পেয়েছে তারা জয়। এমন দলের সঙ্গে গেইল যোগ হলে কী হবে, তা সহজেই অনুমেয়। গেইলের জন্য তাই বরিশাল ভক্তদের তর যেন আর সইছে না।