গোঁফ থাকলে চুমু খাওয়া বেআইনি!
বর্তমান সময়ে সিনেমা মানেই চুমুর দৃশ্য থাকবেই। বিশেষ করে ভারতের কিছু এডাল্ট সিনেমা। আর হলিউড হলে তো কথাই নেই।
চুমু খাওয়ার ক্ষেত্রে কোথাও কোনো বিধিনিষেধ নেই। তবে এ বার শুনলে হয়তো অবাক হবেন- চুমু খাওয়া বেআইনি খোদ মার্কিন মুলুকে!
হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় রয়েছে এই অদ্ভুত আইন।
এই আইনে বলা রয়েছে, আপনার যদি গোঁফ থাকে, তাহলে আপনি চুমু খেতে পারবেন না।
অর্থাত্, চুমু আপনি খেতেই পারেন, কিন্তু গোঁফ রাখা চলবে না।