ঘরে বসে অনলাইনে আয় করতে চান? বিগেনার/নুতনদের জন্য স্পেশাল গাইডলাইন

ঘরে বসে অনলাইনে আয় করতে চান? বিগেনার/নুতনদের জন্য স্পেশাল গাইডলাইন

Category: Sample Data-Articles

Published Date

Written By Super User

Hits: 23236

>> অনলাইন ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং কি?
বর্তমানে বাংলাদেশের আইটি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার।

যেখানে উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং এমনকি ডাটা এন্ট্রির মত সাধারণ কাজ।

মূলতঃ ইচ্ছামত যে কোন সময়, যে কোন স্থানে বসে কাজ করার সুবিধা থাকায় যে কেও আউটসোর্সিং করে আয় করতে পারে। একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিং করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে।

ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইট রয়েছে। যাদেরকে ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা হয় বায়ার এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে Freelancer. একটি কাজের জন্য অনেক ফ্রিল্যান্সার bid বা আবেদন করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে। এদের মধ্যে হতে ক্লায়েন্ট এক বা একাধিক ফ্রিল্যান্সারকে নির্বাচিত করেন। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের sample কাজ পেতে সাহায্য করে।

>> অনলাইন মার্কেটপ্লেসসমূহের নাম

বিশ্বের সর্ববৃহৎ আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলো হচ্ছে
১. আপওয়ার্ক.কম (ওডেস্ক)
২. ইল্যান্স.কম
৩. ফাইভার.কম
৪. গ্রাফিকরিভার.নেট
৫. থিমফরেষ্ট.নেট
৬. পিপলপারআওয়ার.কম
৭. ফ্রিল্যান্সার.কম

>> নুতনরা কোন মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাবেন?
আপওয়ার্ক (ওডেস্ক) সবচেয়ে বড় প্লাটফর্ম সহজে কাজ পাওয়ার জন্য, কারণ প্রতি মূহুর্তে এ সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা কাজ পোষ্ট করছে। চমৎকার একটি প্রোফাইল ও বিশেষ কাজের দক্ষতা থাকলে নুতনরা সহজে এ সাইটে কাজ করে উপার্জন করতে পারেন। এছাড়া, ফাইভার একটি ভিন্নধারার বিখ্যাত জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেখানে নুতনরা সহজে ও দ্রুত কাজ পেতে পারেন।

>> পেমেন্ট পদ্ধতি
পেওনিয়ার ডেবিট মাষ্টার কার্ড, ব্যাংকওয়্যার ট্রান্সফার, মানিবুকার্স ইত্যাদি বিভিন্ন মাধ্যমে খুব সহজেই উপার্জিত অর্থ বাংলাদেশে নিয়ে আসা যায়।
>> নুতনরা কি শিখলে দ্রুত আয় করতে পারবেন (স্টেপ বাই স্টেপ গাইডলাইন)

আউটসোর্সিং মার্কেটপ্লেসে নুতন ফ্রিল্যান্সাররা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কিভাবে শুরু করবেন, কোন কাজ শিখলে দ্রুত আয় করতে পারবেন ইত্যাদি বিষয়। নুতনদের জন্য সহজেই যেসব কাজ পাওয়া যায় তা হচ্ছে-ডাটা এন্ট্রি (ওয়ার্ড/এক্সেলে), গ্রাফিক্স ডিজাইন (ফটো এডিটিং), এসইও, ইমেইল মার্কেটিং, স্যোসাল মিডিয়া মার্কেটিং, ওয়েব সাইটে ডাটা/ইমেজ পোষ্টিং ইত্যাদি।

এসব কাজ শিখে অনলাইন মার্কেটপ্লেস যেমনঃ আপওয়ার্ক, ফাইভার, গ্রাফিক রিভারে সহজে কাজ পাওয়ার উপযোগী একটি পূর্ণাঙ্গ ভিডিও লার্নিং প্যাকেজ প্রকাশ করেছে অাল-হেরা মাল্টিমিডিয়া।

>> প্যাকেজসমূহঃ

> Ms Office & Freelance Data entry-500/=
> Total Graphics Design-500/=
> Online Money making-500/=
> SEO (Search Engine optimization)-500/=
> Professional Web Design-500/=
> E-mail Marketing-300/=

>> একত্রে ৬টি প্যাকেজ ১৫০০/=টাকা।

টিউটোরিয়ালগুলোর ডেমো ও ভিডিও ট্রেইলার দেখতে এই লিংকে ক্লিক করুন

> আর হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যারা দীর্ঘমেয়াদে ক্যারিয়ার গড়তে চান, হ্যান্ডসাম উপার্জন করতে চান তাদের জন্য বিশেষ কোর্স গাইডলাইন হচ্ছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট

:: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে পরিপূর্ণ দক্ষ হতে যা শিখতে হবে
> Html, CSS, CSS3, Javascript, Jquery, Responsive
> Php/mysql
> Php Codeigniter
> WordPress
> WordPress theme Development
> Joomla

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ২টা কোর্স যা অপরিহার্য

১. গ্রাফিক্স ডিজাইন
২. SEO (Search Engine optimization)

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার জন্য সংগ্রহ করতে পারেন আল-হেরা মাল্টিমিডিয়ার প্রফেশনাল ও ফ্রিল্যান্সিং উপযোগী বাংলা টিউটোরিয়াল ”ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট প্যাকেজ”

>> টিউটোরিয়ালগুলোর ডেমো ও ভিডিও ট্রেইলার দেখতে এখানে ক্লিক করুন

>> Vip
মেম্বারশীপঃ ফুল প্যাকেজ ক্রেতারা Vip মেম্বার হিসাবে পাবেন বিশেষ সাপোর্ট। Vip মেম্বারশীপসম্পর্কে বিস্তারিত জানতে  লিংকে ক্লিক করুন


>>
কিভাবে টিউটোরিয়াল প্যাকেজ সংগ্রহ করবেন?
অনলাইনে অর্ডার করতে নিচের Order Now বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন আমাদের হটলাইনে।হটলাইন-01732071471 অাল-হেরা মাল্টিমিডিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.