ঘাড়ে ব্যথা মানেই উচ্চ রক্তচাপ নয়
ঘাড়ে ব্যথা ও অস্বস্তি হলে অনেকেই মনে করেন, রক্তচাপটা বাড়ল বোধ হয়। কেউ কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করে ফেলেন। কিন্তু রক্তচাপ বাড়লে ঘাড়ে ব্যথা হবে—এই ধারণা ভুল। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের উপসর্গ মেলে না। সাধারণত অন্য কারণে বা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রোগটি ধরা পড়ে।
উচ্চ রক্তচাপ খুবই অনিয়ন্ত্রিত হলে কখনো কখনো কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কথা বলতে সাময়িক জড়তা, শরীরে ঝিমঝিম ভাব, দৃষ্টির সমস্যা, অসংলগ্ন আচরণ বা জ্ঞান হারিয়ে ফেলা। দীর্ঘমেয়াদি বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) পক্ষাঘাত, হৃদ্যন্ত্র, কিডনি বা চোখের সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই বয়স ৪০ বছরের বেশি হলে রক্তচাপ নিয়মিত মাপা উচিত। পরিবারে কারও এ রোগ থাকলে, শরীরের ওজন বেশি হলে এবং ধূমপান, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবারে অভ্যস্ত হলে ও অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগে থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে।
ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিআইএইচএস জেনারেল হাসপাতাল