ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন কনে
প্রথা ভেঙে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেছেন জিয়া শর্মা নামের ২৫ বছর বয়সী এক নারী। সেখানে পাত্রের পরিবার তাকে বরণ করে নেয়। এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের আলোয়ায়।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যেখানে নারীদের স্বাধীনতা নেই বললেই চলে, সেখানে এমন ঘটনা নজির গড়েছে। ঘোড়ায় চেপে যখন জিয়া বিয়ে করতে যাচ্ছিলেন তখন তার বন্ধুরা পেছনে নাচানাচি করছিল।
শুধু তাই নয়, জিয়াকে দেখতে রাস্তার দুই পাশে মানুষের ভিড় উপচে পড়ছিল। এলাকার কিছু মানুষ আবার বাড়ির ছাদ থেকে দেখছিল এই বিরল ঘটনা।
পাত্রের পরিবারের কাছে প্রথমে পাত্রীর মা ও চাচী জানান, জিয়া পাত্রের বাড়ি ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবেন। পাত্রের পরিবারও সেই প্রস্তাব মেনে নেয়। জিয়ার স্বামী লোকেশ শর্মা গুড়গাঁওর একটি আন্তর্জাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। তিনিও জানান, এটি একটি গর্বের বিষয়, লজ্জার নয়।
জানা যায়, পাত্রপক্ষকে কোনোরকম পণও দেননি জিয়া। বরং পাত্রের বাবা জিয়ার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, এ ধরনের ঘটানা নারী পুরুষ সমান- এই বার্তাই দেবে।