চট্টগ্রামে ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর রেলগেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় বিআরটিসির একটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে দুই যাত্রী নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে বিআরটিসির বাসটি অক্সিজেন থেকে টাইগারপাসের উদ্দেশ্যে যাওয়ার সময় ষোলশহর রেলগেটে সিগনাল অমান্য করে রেললাইনে উঠে আটকে যায়। সে সময় হাটহাজারীর উদ্দেশ্যে যাওয়া পিডিবি শাটল নামের তেলবাহী ট্রেনটি বিআরটিসির বাসটিকে ধাক্কা দিয়ে কয়েকশ’ হাত দূরে নিয়ে যায়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসটি।
সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন হতাহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।