চব্বিশ ঘন্টায় ২১কোটি রুপি আয়
ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ককে নিয়ে তৈরি বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বি-টাউনের বক্স অফিসে মুক্তির প্রথম দিনেই কাঁপন ধরিয়ে আয় করে নিয়েছে সাড়ে ২১ কোটি রুপি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটি এর মাধ্যমে চলতি বছরের দ্বিতীয় সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে।
বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে নিশ্চিত করেছেন সিনেমাটির আয়ের খবরাখবর। তিনি লিখেছেন, ‘এমএস ধোনি-দা আনটোল্ড স্টোরি’ প্রথম দিনে ঝড়ো সূচনা করেছে। ২১.৩০ কোটি রুপি আয় করে বছরের দ্বিতীয় সেরা উদ্বোধনী আয়ের সিনেমাও হয়েছে। প্রথম দিনের হিসাবে বায়োপিক ঘরানায় এটি সর্বোচ্চ আয়ের সিনেমা।’
নিরাজ পান্ডের পরিচালনায় সিনেমাটি তিন হাজারেরও বেশি হলে মুক্তি পেয়েছে। পুরো সপ্তাহ জুড়ে বক্স অফিস রাজত্ব করবে বলেই ধারনা করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। সিনেমাটির এই উড়ন্ত সূচনার পেছনে ভারত অধিনায়কের জনপ্রিয়তা একটি বড় কারণ হিসেবে কাজ করছে। বিশেষ করে দক্ষিণে ধোনির বিরাট ভক্তকূল সিনেমাটির আয় বাড়াতে সাহায্য করছে বলে জানা গেছে। সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।