চশমা পরিবার
নাটক চশমা পরিবার
পরিচালনা: শামীম জামান
অভিনয়ে মোশাররফ করিম, শামীম জামান, আ খ ম হাসান, তারিখ স্বপন, শখ, সহ আরও অনেকে।
নাটকটা বেশ জনপ্রিয়তা পেয়েছে টি আর পি তেও টপ ১০ আছে।
নাটকটা কমেডি হলেও শেষে গুরুত্য পুর্ন একটা ম্যানেজ রয়েছে। যে চোখ মানুষের একটা গুরুত্য পূর্ন আংগ সাস্থের পাশা পাশি ছোট বেলা থেকে চোখের যত্ন নেওয়া খুবই যরুলি।
এখন অধিক অংশ মানুষের ছোট বেলা থেকে চোখে সমস্যা।
দেখা যায় যে প্রায়মারিতে পড়া বাচ্চাদেরও চোখে সমস্যা কারন আমরা সঠিক সময়ে চোখের যত্ন নেইনি। আর চোখের সমস্যা হলে যে কত রকম প্রবলেম হতে পরে তার একটা অংশ নাটকে তুলে ধরা হয়েছে।
সর্ব শেষ বলব এই নাটকে মোশাররফ করিম ভায়ের অভিনয় এবং চরিত্রটা আমার খুব ভালো লেগেছে। সূত্র: ফেসবুক।