চিন্তা নাই, যানজট সমাধানে এবার আসছে ড্রোন ট্যাক্সি

বেইজিং: কল্পনা এখন বাস্তব। একবার ভাবুনতো ঢাকা শহরের আকাশে উড়ছে গাড়ি, নেই কোনো যানজটের ঝামেলা! ঠিক এমনই একটি ড্রোন আবিষ্কার করেছে চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ইহাং। বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোনটির নাম দেওয়া হয়েছে ইহাং-১৮৪। এ বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাস অনুষ্ঠিত হতে যাওয়া সবচেয়ে বড় প্রযুক্তি পণ্য মেলা ‘কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শোতে’ প্রদর্শনীর প্রধান আকর্ষণ হিসেবেই থাকবে এই ড্রোনটি। ইহাং এর সহ- প্রতিষ্ঠাতা দেরিক জিয়ং বলেন, ‘ড্রোনটি পুরোপুরিভাবে স্বয়ংক্রিয়, কিছু সেন্সর এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিচে নামানো ও উড্ডয়ন করা যায়।’ তিনি বলেন, ‘ড্রোনে যে বসবে সে মূলত চালক থাকবেন না, সে হবেন একজন যাত্রী। আপনাকে ভবিষ্যতে আর কোনো লাইসেন্স ব্যবহার করতে হবে না। আপনি যেখানে যেতে চাইবেন ড্রোনটি আপনাকে সেখানেই নিয়ে যাবে। আপনি শুধু যাত্রাটা উপভোগ করবেন।’ ড্রোনটিতে যাত্রীর ব্যবহারযোগ্য মাত্র একটি ডিভাইসই দেওয়া থাকবে, আর তাহলো একটি ট্যাবলেট। যা দিয়ে যাত্রী তার উড্ডয়ন ও অবতরণ নির্দেশ করবেন এবং এয়ার কন্ডিশন নিয়ন্ত্রণ করবেন। বর্তমানে ড্রোনটি মাত্র একজন যাত্রী বহন করতে পারবে, এবং ১১,৫০০ ফুট বা ৩,৫০৫ মিটার উচ্চতায় উড়তে পারবে। প্রতি ঘন্টায় এর গতিবেগ থাকবে ১০১ কিলোমিটার। এটি উড্ডয়ন করে শূন্যে ২৩ মিনিট অবস্থান করতে পারবে। যার ফলে একজন যাত্রী প্রায় ৩২ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করতে পারবেন। সূত্র: বিবিসি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.