চীনে চালু হলো অ্যাপল পে
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এরই মধ্যে ‘অ্যাপল পে’র কার্যক্রম শুরু করেছে অ্যাপল। এরই ধারাবাহিকতায় চীনে সম্প্রতি সেবাটি চালু করেছে অ্যাপল। প্রাথমিকভাবে শুধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেডের (আইসিবিসি) গ্রাহকেরা সেবাটি ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি ব্যাংকটির এক প্রতিনিধির পক্ষ থেকে অ্যাপল পে চালুর বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১৬ সালের শুরু থেকেই সেবাটি চালুর পরিকল্পনা ছিল। চীনে পঞ্চম দেশ হিসেবে সেবাটির কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। আইফোনের পাশাপাশি অন্য সেবাগুলো থেকে এখন রাজস্ব আয়ের পরিকল্পনা করছে অ্যাপল। এ ক্ষেত্রে চীনে অ্যাপল পের কার্যক্রম শুরু গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। সম্পদ বিবেচনায় চীনের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান আইসিবিসি।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চীনে অ্যাপল পের সাথে এরই মধ্যে ১৯টি ঋণদাতা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। আরো দু’টি প্রতিষ্ঠান শিগগিরই অ্যাপল পের সাথে যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে বৈশ্বিকভাবে মোবাইল ডিভাইসের মাধ্যমে অর্থ পরিশোধের ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে। যাকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ডিজিটাল পেমেন্ট সেবা চালু করেছে।