চড়ুইভাতি
সাহিদা রহমান মুন্নী
ঢাক গুড় গুড় ঢোল বাজিয়ে,
নাচছে বনের হাতি-
ঢ্যাম কুড় কুড় বোল মাতিয়ে,
চলছে চড়ুইভাতি ।
.,
কাঠ এনেছে সিংহ মামা,
রাঁধছে বনের মামী –
শামা শালিক ঘুঘু টিয়ে
পড়ছে পোশাক দামী ।
শিয়াল ভায়া বাজায় বাশিঁ,
বানোর মারে লম্ফ-
জেবড়া আজি থ্যাবড়া নেচে,
ডাকছে ভূমিকম্পে ।
বাঘ হনুমান পেঁচা বাদুড়,
কাজের ফাঁকে গাইছে-
ব্যাঙ কচ্ছপ রুই চিংড়ি,
নদীর জলে নাইছে ।
সবুজ বনের সবুজ সুখে,
চড়ুই ভাতি চলছে-
সবাই সবার সুখের সাথী,
আনন্দে মন দোলছে ।।