ছড়াকার সংসদ চট্টগ্রাম এর প্রথম ছড়া আড্ডা

ছড়াকার সংসদ চট্টগ্রাম এর প্রথম ছড়া আড্ডা
গত ১২ সেপ্টেম্বর তারিখে কদম মোবারক উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান ইসলামবাদী মিলনায়তনে ছড়াকার সংসদ চট্টগ্রামের প্রথম ছড়া আড্ডা ও ছড়া আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের আহবায়ক উৎপল কান্তি বড়–য়ার সভাপতিত্বে ও আখতারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ছড়া আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার মুহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক বক্তব্য রাখেন সদস্য সচিব আ.ফ.ম. মোদাচ্ছের আলী, জসীম মেহবুব, এমরান চৌধুরী, অরুন শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও নাট্যজন সনজীব বড়য়া। স্বরচিত ছড়া পাঠ ও আলোচনায় অংশ নেন ছড়াকার ফারুক হাসান, আবুল কালাম বেলাল, ওবায়দুল সমীর, কেশব জিপসী, রমজান আলী মামুন, সনজিত দে, অধ্যাপক নিশাত হাসিনা শিরীন, মিজানুর রহমান শামীম, নজরুল জাহান, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, ইলিয়াছ বাবর,আহমেদ পলাশ, আবু ইউসুফ সুমন, মীর মনিরুল ইসলাম সেলিম, আল জাবিরী, নান্টু কুমার দাশ, মোস্তফা হায়দার, শিশির বড়–য়া, তসলিম খাঁ, অনিন্দ্য বড়ুয়া প্রমুখ।
বিকেল পাঁচটায় শুরু হয়ে জমজমাট এই আড্ডা ও আলোচনা রাত আটটা অবধি চলে। আলোচনায় সব আলোচকরায় ছড়াকারদের সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.