ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু
মুজিব আমার জাতির পিতা
কৃষক শ্রমিক সবার মিতা
ধন্য মুজিব ধন্য,
বীর বাঙালি গর্ব করে
মুজিব তোমার জন্য।
ঠিক এভাবেই জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন আ.ফ.ম মোদাচ্ছের আলী তার ” ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু” ছড়া গ্রন্থে। ছড়া শুধু ছেলে ভোলানোর জন্য নয়, সমকালিন বিষয়, ইতিহাস ও ঐতিহ্য ছড়ায় যেমন সাবলিলভাবে তুলে ধরা যায় তেমনটি অন্য কোন মাধ্যমে নয়। আ.ফ.ম মোদাচ্ছের আলী তার ” ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু” ছড়া গ্রন্থে বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া লিখলেও আসলে তিনি আমাদের গৌরবজ্জ্বল ইতিহাসেরই টুকরো টুকরো অংশ শিশু কিশোরদের উপযোগি করে তুলে ধরেছেন।আর শুধু শিশু কিশোরদের কথাই বা বলি কেন, সব শ্রেনী মানুষের উপযোগি করেই লেখা হয়েছে, যা ভালো লাগবে সবার।
ছয়টি দফা দিলেন মুজিব
ছেষট্টির সালে
এই দফা মুক্তি আনে
পরবর্তী কালে।
শুধুমাত্র ছড়ার এই চারটি লাইন যদি কেউ পড়েন তবে তার চোখে স্বাভাবিক ভাবেই ভেসে উঠবে – বাংলার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। এজন্যই হয়তো বলা হয় ছড়া তার বুকে ইতিহাসকে ধারণ করে রাখে পরবর্তী প্রজন্মের জন্য। অন্যভাবে বললে বলা যায় ছড়াকার তার ছড়ার মাধ্যমে ইতিহাসের বিশাল ক্যানভাসে টুকরো টুকরো ছবি এঁকেছেন।
কিংবা ছড়াকার যখন লেখেন-
ফেব্রয়ারীর তেইশ তারিখ
উনসত্তর সাল
মুজিব হলেন ‘বঙ্গবন্ধু’
বাংলাদেশের ঢাল।
শেখ মুজিব কবে ‘বঙ্গবন্ধু’ হলেন সেই তারিখটাও মনে করিয়ে দিলেন ছড়াকার তার ছড়ার মাধ্যমে। সম্ভবত একেই বলে ইতিহাসের দ্বায়বদ্ধতা। বায়ান্নর ভাষা আন্দোলন কিংবা ৭ মার্চের ভাষণ সবকিছুই চমৎকারভাবে এসেছে তার ছড়ার মাধ্যমে।
সবশেষে কবি নির্মলেন্দু গুণ এর সাথে আমিও একমত প্রকাশ করছি –ছড়া শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মনে দোলা দেয়। ছড়ার মাধ্যমে অল্পকথায় প্রকাশ করা যায় দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ। আ.ফ.ম মোদাচ্ছের আলী এমন একজন ছড়াকার যাল লেখায় দেশ, ইতিহাস, মুক্তিযুদ্ধ উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। এবার তার ছড়ার বই সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানকে নিয়ে ” ছড়ায় ছড়ায় বঙ্গবন্ধু”। ছড়াগুলোতে তিনি বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামী ইতিহাস শিশু-কিশোরদের মতো করে উপস্থাপন করেছেন। যা সব বয়সী পাঠকদের ভালো লাগবে।
ভেতরের সব ছবি এঁকেছেন শিল্পী হাশেম খান। আর শিল্পী হাশেম খানের ছবি নিয়ে বলার কিছু নেই, কারণ তিনি যেখানেই হাত দিবেন সেটাই হবে শ্রেষ্ঠ ছবি।
বইটি প্রকাশ করেছে আদিগন্ত প্রকাশন। মূল্য: ১ শত ৫০ টাকা।
বইটির ব্যাপক সাফল্য কামনা করছি।