জগলুল হায়দার
মার্কা ভোট
ডম ডমা ডম ব্যান্ড বাজা দে
ভোটের হাওয়া লাগলো
ঝিম মারা সব পাড়াগুলা
আতকা আবার জাগলো।
উড়ছে ধোঁয়া চায়ের কাপে
চলছে আলাপ মস্ত
ঠোঁটের সাথে নড়ছে আঙুল
নড়ছে পদ-হস্ত।
চলছে মিছিল জ্বলছে বিড়ি
প্রার্থীরা সব ব্যস্ত
ভোটের আগে এই কটা দিন
ভোটার ভজায় ন্যস্ত।
আইলো শেষে পৌরসভায়
মার্কা ভোটের মাস্তি
বিদ্রোহীরা তাই তো এবার
পাচ্ছে আগাম শাস্তি।
ভোটার ভোটার কিন্তু ভায়া
দেমাগ রাখো খুইলা
মার্কা থিকা মানুষ বড়
তাও যেয়ো না ভুইলা।