জন্মদিনে সুরের পাখি ফাহমিদা নবী
লিহান লিমা: সুরের পাখি, কোকিল কণ্ঠি গায়িকা জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সোমবার, ৪ জানুয়ারি তার শুভ জন্মদিন। এ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা নিতে ও জানাতে সকালবেলাই চায়ের চুমুকে তিনি হাজির হচ্ছেন এটিএন বাংলার পর্দায়।
অনুষ্ঠানে জন্মদিন পালনসহ জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন ফাহমিদা নবী। ইমতু রাতিশ ও ফাইজা খানের উপস্থাপনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি প্রচার হবে সোমবার সকাল সাড়ে ৭টায়।
অনুষ্ঠানটিতে নিজের কন্ঠে গান গাওয়া ছাড়াও থাকবে ফাহমিদা নবীর ‘সীমানা ছাড়িয়ে আজ আমি হয়েছি সীমাহীন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক।