জমে উঠছে প্রাণের মেলা – বইয়ের মেলা
অমর একুশে গ্রন্থমেলা রবিবার এক সপ্তাহ পূরণ করেছে। মেলার প্রথম সাত দিনে মোট বই এসেছে ৬৯২টি। এরমধ্যে সবচেয়ে বেশি এসেছে কবিতা, ১৫৯টি। এর পরেই আছে উপন্যাস ১২৭টি ও গল্প ১১৫টি উল্লেখযোগ্য।
গত দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় গ্রন্থমেলায় উপচেপড়া ভিড় ছিল। তবে আজ মেলা প্রাঙ্গণে জটলা কম। কিন্তু পাঠকের উপস্থিতি বেশ বেশি বলে জানান প্রকাশক ও বিক্রেতারা। এতে তারা বেশ খুশি। কারণ বিক্রি ভাল হচ্ছে। অধিকাংশের হাতেই বইয়ের ব্যাগ দেখা গেছে।
গত বছরের তুলনায় এবার প্রথম থেকেই বিক্রি ভাল হচ্ছে উল্লেখ করে প্রকাশকরা জানান, বিক্রি আশানুরূপ। বিশেষ করে গত দু’দিন অর্থাত্ শুক্র ও শনিবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
নতুন বই
আজ মেলায় নতুন বই এসেছে ১১৮টি। এর মধ্যে গল্প ১১৫টি, উপন্যাস ১২৭টি, ও কবিতার বই ছিল ১৫৯টি। আর তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
মেলায় আজকের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রকাশনা সংস্থা হাতেখড়ি এনেছে মাহমুদা আক্তারের প্রথম উপন্যাস ‘চৈতি হাওয়া’। অল্প বয়সী একটি মেয়ের কল্পনা আর বাস্তবতার টানাপোড়েন ও অস্তিত্বের সংকট নিয়ে লেখক উপন্যাসটির কাহিনী নির্মাণ করেছেন। এ লেখকের অন্যান্য বইয়ের মধ্যে প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম ‘শ্বেত হংসীর কান্না’। বেরিয়েছিল বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৬ সালে। দ্বিতীয় গল্পগ্রন্থের নাম ‘বালিকা ও চিল’।
বাংলা একাডেমির নতুন বইয়ের মোড়ক উন্মোচন
বাংলা একাডেমি প্রকাশিত ‘সালাহ্উদ্দীন আহ্মদ সংবর্ধনাগ্রন্থর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে অমর একুশে গ্রন্থমেলার সোহ্রাওয়ার্দী উদ্যানে। মোড়ক উন্মোচনে অংশ নেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ। মোড়ক উন্মোচন করে তাঁরা বলেন, সালাহ্উদ্দীন আহ্মদ ছিলেন একজন অনন্য ইতিহাসবিদ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল মূল্যবোধের এক নিষ্ঠ সাধক। তাঁর জীবদ্দশাতেই বাংলা একাডেমি তাঁর কীর্তি মূল্যায়নমূলক সংবর্ধনাগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু এই গ্রন্থের প্রস্তুতিকালে তিনি প্রয়াত হওয়ায় আমরা তাঁর হাতে বইটি তুলে দিতে পারিনি। তবে যে ইতিহাসবোধ এবং অসামপ্রদায়িক আধুনিক চেতনার উত্তরাধিকার তিনি আমাদের জন্য রেখে গেছেন তাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। গ্রন্থটির সম্পাদনা করেছেন আনিসুজ্জামান, শামসুজ্জামান খান ও সিরাজুল ইসলাম। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন কায়সার, মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
খবর বাসসের।