জানেন কি ছেলেদের মস্তিষ্ক বুড়িয়ে যায় তাড়াতাড়ি?
কথায় বলে পুরুষরা নাকি ওয়াইনের মতো। বয়স যত বাড়ে, তত রঙিন স্বপ্ন দেখায়। আর মেয়েরা নাকি এক গ্লাস দুধের মতো, বয়স বাড়লেই চোনা পড়তে বাধ্য। বিজ্ঞান কিন্তু ঠিক এর উল্টো কথা বলছে। পুরুষদের মস্তিষ্ক মহিলাদের তুলনায় অনেক দ্রুত বুড়িয়ে যায়।
সেগেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গড়ে ৩২ বছর বয়সী ৫৩ জন পুরুষ ও ৫০ জন মহিলার মস্তিষ্কের স্ক্যান করে এই সিদ্ধান্তে এসেছেন। স্ক্যান রিপোর্টে দেখা গেছে লিঙ্গভেদে সাব কর্টিকাল অঞ্চলে পার্থক্য দেখা গেছে। বয়সের সঙ্গে পুরুষদের গ্রে ম্যাটারের পরিমাণ হ্রাসের প্রবণতা মহিলাদের থেকে বেশি। মহিলাদের থ্যালামাসও বহু দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে।
গবেষকরা জানাচ্ছেন সাব কর্টিকাল অঞ্চলে এই পার্থক্যের জন্য পুরুষরা পার্কিনসন জাতীয় রোগে অনেক বেশি আক্রান্ত হয়।
সুত্র: আনন্দবাজার পত্রিকা।