সেগেড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গড়ে ৩২ বছর বয়সী ৫৩ জন পুরুষ ও ৫০ জন মহিলার মস্তিষ্কের স্ক্যান করে এই সিদ্ধান্তে এসেছেন। স্ক্যান রিপোর্টে দেখা গেছে লিঙ্গভেদে সাব কর্টিকাল অঞ্চলে পার্থক্য দেখা গেছে। বয়সের সঙ্গে পুরুষদের গ্রে ম্যাটারের পরিমাণ হ্রাসের প্রবণতা মহিলাদের থেকে বেশি। মহিলাদের থ্যালামাসও বহু দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে।

গবেষকরা জানাচ্ছেন সাব কর্টিকাল অঞ্চলে এই পার্থক্যের জন্য পুরুষরা পার্কিনসন জাতীয় রোগে অনেক বেশি আক্রান্ত হয়।