জামাই-শ্বশুর, ভাই ভাই- জমজমাট লড়াই

হালকা শীতের আবেশ আর নির্বাচনী হাওয়ায় যেন মানুষের মাঝে একটু ফুরফুরে চাঙাভাব এনেই দিয়েছে। সাথে সাড়া জাগিয়েছে এবারের হোমনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার বিষয়টি। হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন ২নং ওয়ার্ড থেকে। গত পৌর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. রাজ মিয়াকে এবার টেক্কা দিচ্ছেন তারই মেয়ের জামাই ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সামাদ এবং ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের মৃত আবদুল কাদিরের বড় ছেলে আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাকির হোসেন আপন দুই ভাই একে অন্যের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ। অবশ্য আগে থেকে এরা এমন ঘোষণা দিয়ে থাকলেও লোকজন তেমন আমলে নেন নি। তবে সত্যি সত্যিই যখন তারা তাদের নিজস্ব দলবল নিয়ে মনোনয়পত্র জমা দেন, তখনই তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েন। প্রত্যেকেই একে অন্যের সমর্থকদের সানন্দ অভিবাদনে সিক্ত হয়ে নতুন পায়জামা পাঞ্জাবী পরিধান করে অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে সকাল-সন্ধ্যার চায়ের টেবিলের আড্ডার মুখরোচক আলোচনায় বাড়তি মাত্রা এনে দিয়েছে। আড্ডার ছলে কেউ-বা বলছেন, ‘জামাই-শ্বশুর, ভাই ভাই জমজমাট লড়াই চাই।’ এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচনী ফলাফল কেমন হবে জানতে চাইলে স্ব-স্ব পক্ষে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.