প্রচ্ছদ » জামিন পেলেন শওকত মাহমুদ
জামিন পেলেন শওকত মাহমুদ
ঢাকা: নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার বিরুদ্ধে দায়ের করা মোট পাঁচ মামলায় জামিন পেলেন তিনি। উল্লেখ্য, রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে গত ১৮ আগস্ট শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর ১৯ আগস্ট রমনা থানার করা একটি মামলায় তিন দিন, ২৪ আগস্ট চার মামলার একদিন করে চারদিন এবং গত ২৭ আগস্ট একটি মামলায় একদিন এবং গত ১ সেপ্টেম্বর পল্টন, রামপুরা এবং মতিঝিল থানার চারটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
Related
You May Also Like