জার্মানির বিপক্ষে প্রতিশোধ নিতে চাই : নেইমার

মস্কো (রাশিয়া),(বাসস) : নিজেদের মাঠে গত ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গতকাল থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২১তম আসরে জার্মানিকে প্রতিপক্ষ হিসেবে পেলে মধুর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। তিনি বলেন, ‘এ বার আসরে জার্মানিকে সামনে পেলে আমরা জিততে চাই। যদি জার্মানিকে হারাতে পারি তবে সেটা হবে সবচেয়ে বড় প্রতিশোধ এবং ব্রাজিলের জন্য সবচেয়ে আনন্দের দিন।’
ব্রাজিলের ফুটবল কালো দাগ ২০১৪ সালের ৮ জুলাই। গত বিশ্বকাপে বেলো হরিজন্তে অনুষ্ঠিত সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ হারের লজ্জা বরণ করে। ঐ হারের লজ্জা এখনও বিদ্যমান। রাশিয়ায় চলমান বিশ্বকাপেও অতীতের স্মৃতি ফিরে এলো। বিষাক্ত ঐ হারকে এখন কিভাবে দেখছে ব্রাজিল? এমন প্রশ্নের উত্তরে ব্রাজিলের সেরা তারকা নেইমার বলেন, ‘বেলো হরিজন্তের সেই হার আমরা এখনো ভুলতে পারিনি। আমাদের দেশের ফুটবলে লজ্জার একটি দিন। সেই কালো দিন মুছতে ফেলতে আমরা প্রস্তুত। যদি এবার জার্মানিকে সামনে পেয়ে যাই, তাদের সাথে ঐ হারের হিসাব-নিকাশ চুকিয়ে ফেলবো। আমি একবার তাদের বিপক্ষে খেলতে চাই। এবার হলে খুব ভালো হবে এবং ফল অন্যরকম হবে।’
গত বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পিঠের চোটে পড়েন নেইমার। তাই জার্মানির বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে খেলতে পারেননি তিনি। তবে ঐ ম্যাচে তার উপস্থিতি থাকলে ব্রাজিলকে এমন হার বরণ করতে হতো না বলে জানান নেইমার, ‘সে দিন আমি মাঠে থাকলে এমন হার ব্রাজিলকে বরণ করতে হতো না। ফলাফল অন্য রকম হত।’
পঞ্চম ও শেষবারের মত ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ব্রাজিল। ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয়ের জন্য রাশিয়ার সোচিতে বেসক্যাম্প করেছে তারা। চলমান বিশ্বকাপে দল ভালো করবে বলে জানিয়ে দিলেন নেইমার, ‘আগের চেয়ে এবার আমাদের দল অনেক বেশি শক্তিশালী। আমরা এবার ভালো ফল করবো। সেই লক্ষ্য নিয়েই রাশিয়ায় এসেছি। আমরা দল হিসেবে খেলবে সাফল্য পেতে মরিয়া হয়ে আছি।’
‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্ট রিকা ও সার্বিয়া। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.