জীবনগান
নূরুজ্জামান ফিরোজ
যে আগুনে পুড়ছে জীবন
উড়ছে হয়ে ধোঁয়া,
যে ফাগুণে ঘুরছে এ মন
পায়নি সুখের ছোঁয়া।
যে বিরহে কাঁদছে হৃদয়
সাধছে করুণ সুর,
করছে কেবল নিঠুর নিদয়
একটানা ভাংচুর।
যে আঘাতে মন ভাঙে আজ
হচ্ছে হাজার টুুকরো,
কষ্ট যাপন করছে জীবন
শনি থেকে শুক্র।
সেই জীবনে বিলাপ কেন
কিসের আর্তনাদ,
জীবন মানে খুঁজে ফেরা
কোথায় মরণ ফাঁদ।