জেডটিই’র নতুন স্মার্টফোন নুবিয়া প্রাগ এস
নুবিয়া সিরিজের নতুন ফোন নুবিয়া প্রাগ এস চীনের বাজারে ছাড়তে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই।স্মার্টফোনটির বিক্রয়মূল্য রাখা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।
নুবিয়া সিরিজের নতুন ফোন নুবিয়া প্রাগ এস চীনের বাজারে ছাড়তে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২৩ জানুয়ারী তেকে প্রি-অর্ডারের মাধ্যমে ফোনটি কেনা যাবে। স্মার্টফোনটির বিক্রয়মূল্য রাখা হয়েছে ৩৮০ মার্কিন ডলার। স্মার্টফোনটি রূপালী এবং সোনালী রঙে বাজারে আসবে।
অ্যালুমিনিয়ামের ফ্রেম বডিযুক্ত স্মার্টফোনটি সুরক্ষিত রাখার জন্য আইপ্রিন্ট আইডি আইরিস স্ক্যানার সংযোজন করা হয়েছে। ব্যবহারকারীদের ভালো শব্দ প্রদানে ফোনটিতে ডলবি অডিও এবং ডলবি ডিকোডার যুক্ত করা হয়েছে।
জেডটিই’র নুবিয়া প্রাগ এস স্মার্টফোনটিতে ১৯২০x১০৮০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫.২ ইঞ্চি সুপার এএমওএলইডি ডিসপ্লে আছে। তাছাড়া ফোনটির ডিসপ্লেতে স্ক্রাচ প্রতিরোধক কর্নিং গরিলা গ্লাস ৩ সংযুক্ত আছে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে আছে হাইব্রিড ডুয়াল সিম ফাংশন। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ সমৃদ্ধ প্রসেসরটিতে ৩জিবি র্যাম আছে। ফোনটির ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি তবে মাইক্রোএসডির মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।
এলইডি ফ্লাশসহ নুবিয়া প্রাগ এস-এর পিছনে ও সামনে যথাক্রমে ১৩ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। ফোনটি ৪জি, এলটিই, ৩জি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সমর্থণ করে। ফোনটিতে ২,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী আছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া