জেলে বসে ৫০০ কবিতা লিখেছেন সঞ্জয়

জেলে বসে ৫০০ কবিতা লিখে ফেলেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। ফলে এখন থেকে সঞ্জয় দত্তকে শুধু অভিনেতা নয়, পাওয়া যাবে একজন কবি হিসেবে। এ নিয়ে তার ভক্তদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার পুনের ইয়েরওয়াড়া কারাগারে পাঁচ বছর সাজা ভোগ করার পর তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানা গেছে, সঞ্জয় দত্ত কবিতাগুলো নিয়ে বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন। সম্ভবত শিগগিরই তা করে ফেলবেন তিনি।
সঞ্জয় জানান, জেলে অন্য দুই বন্দি সমীর ও জিশানের অনুপ্রেরণায় তিনি কবিতা লেখা শুরু করেন। এই দুই বন্দি এক সময় কবিতা লিখতেন। দেখতে দেখতে ৫০০টি শায়েরি লিখে ফেলেছেন সঞ্জু।
মামলা ও জেলের জালে ২৩ বছর কেটে গেছে সঞ্জয় দত্তের। এক সময়ে বেশ কিছু ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। তারপর ফিল্মি দুনিয়া থেকে দীর্ঘচ্ছেদ। তবে মাঝেমাঝে প্যারোল নিয়ে কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
সঞ্জয় দত্তের পেছনে এক সময় কোটি কোটি রুপি নিয়ে ঘুরেছেন চলচ্চিত্র নির্মাতারা। জেলে যাওয়ার পর সেই চিত্র পাল্টে যেতে থাকে। জেলে প্রতি মাসে মাত্র ২ হাজার রুপি ছিল তার ব্যক্তিগত খরচ। তা থেকে ২০ রুপি তিনি জমিয়ে রাখতেন। বৃহস্পতিবার মুক্তির পর তিনি বলেন, ‘অর্থের মূল্য কী আমি তা বুঝেছি।’
ভুল থেকে দুঃখের দিন শেষে আবার ভালো করার প্রচেষ্টায় নেমে পড়ছেন সঞ্জয়। শিগগিরই রুপালি পর্দায় তাকে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.