জ্যাকলিনের ‘এক দুই তিনে’ অসন্তুষ্ট তাঁরা
বলিউডের ক্ল্যাসিক আইটেম গানগুলোর মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত অভিনীত গান ‘এক দো তিন’। তেজাব ছবির গানটির জনপ্রিয়তা রয়েছে এখনো। সে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গানটির নতুন সংস্করণ নির্মাণ করা হয়েছিল ‘বাঘি ২’ ছবির আইটেম গান হিসেবে। আর গানটির নতুন সংস্করণ ভালো লাগেনি আগের সংস্করণের নৃত্য পরিচালক সরোজ খান ও তেজাব ছবির পরিচালক এন চন্দ্রের কাছে। শুধু তাই নয়, ইন্ডিয়া টুডের খবরে প্রকাশ, গানটির নতুন সংস্করণকে যৌনতার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।
এন চন্দ্র বলেন, ‘শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সরোজের সঙ্গে আমার দেখা হয়। তখন সরোজ আমাকে এ ব্যাপারে জানায়। আপনি কি বুঝতে পারছেন গানটির এ রকম অপব্যবহার তাঁকে এত কষ্ট দিয়েছে যে সে না থাকতে পেরে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়ার মতো স্পর্শকাতর সময়ে আমাকে এই ব্যাপারে জানিয়েছে? সে আমার কাছে বলেছে, আপনি কি দেখেছেন তাঁরা আমাদের এক দুই তিন গানটিকে নিয়ে কী করছে? সরোজ আমাকে আরো জানায় বাঘি-২ ছবির জন্য এক দুই তিন-এর নতুন সংস্করণ নির্মাণ করা হচ্ছে। সে আমাকে এর বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার কথা জানায়।’
চন্দ্র আরো বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না তাঁরা এক দুই তিন নিয়ে কী করেছে। এটা কল্পনার বাইরে। আর মাধুরীর জায়গায় জ্যাকলিন ফার্নান্দেজ? এটা স্বপ্নেও ভাবা যায় না। উদ্যানকে বাগানে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মাধুরী লাবণ্য ও সরলতা দিয়ে গানটি উপস্থাপন করেছেন। আর নতুন সংস্করণটি যৌনতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।’
ছবিটির নৃত্য পরিচালক সরোজ খান জানিয়েছেন তাঁরা অবশ্যই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। এ ছাড়া কপিরাইট আইন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তবে জ্যাকলিনের পক্ষে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান। গানটি শেয়ার দিয়ে সালমান লিখেন, ‘সরোজ খানের নৃত্য পরিচালনায় ও কিংবদন্তি ছবির গানটির ওপর জ্যাকি (জ্যাকলিন ফার্নান্দেজ) সুবিচার করেছে। তবে মাধুরীর পর্যায়ে যাওয়া কঠিন। জ্যাকি আমাদের গর্বিত করেছে এবং এভাবেই আমাদের গানগুলো ভক্তদের মাঝে বেঁচে থাকবে। তাই উপভোগ কর।’
https://youtu.be/MS5BLS2sIDM?t=99