ঝাল-এর ২য় ছড়া উৎসব : ৩০ ছড়াকারকে সম্মাননা প্রদান

ত্রিশ ছড়াকারকে সম্মাননা দিয়েছে সৃজনশীল ছড়া চর্চাকেন্দ্র ‘ঝাল’। ‘২য় ছড়া উৎসব-২০১৬’র পাল্টা ছড়া প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ছড়াকারদের হাতে সম্মাননা স্মারকসহ সনদ তুলে দেয়া হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছড়াকার রফিকুল হক দাদুভাই।

বিশেষ অতিথি ছিলেন ছড়াকার শামসুদ্দীন হারুন, কাজী রোজী (এমপি), ছড়াকার ওসমান গনি (অশোকা ফেলো), ছড়াকার ফিরোজ কবির, ছড়াকার জগলুল হায়দার ও ছড়াকার জুলফিকার শাহাদাৎ।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট ছড়াকার শাহাবুদ্দীন নাগরী, আখতার হুসেন ও হাসান হাফিজ।

অনুষ্ঠানে ছড়া পাঠ করেন ছড়াকার নাসির আহমেদ, রহীম শাহ, আহসান মালেক, হাসনাত আমজাদ, ওসমান গনি, ফিরোজ কবির, মোস্তফা মাসুদ, সোহেল মল্লিক, জিয়া হকসহ অনেকে।

উৎসবে প্রথম পাল্টা ছড়া প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- আবিদ আল হাসান, আহমেদ স্বাধীন, মুজাহিদুল ইসলাম স্বাধীন, আয়েশা সাদিকা, সাইফ আলী, শরীফ হিজাজী, মুমতাহিনা তানযিম রেখা, কামরুল আলম, মারিয়া মীম ও আকলিমা সুমা।

দ্বিতীয় বিজয়ীরা হলেন- মোহাম্মদ আলী, আহমেদ সোহেল, মাহমুদুল হাসান খোকন, মো. মঈন উদ্দীন, আবু জর গিফারী, শাবলু বড়ুয়া, জয়নব জোনাকী, শাফিন শাহেদ, আদিল হাসান ও ইউসুফ আরেফিন। তৃতীয় পাল্টা ছড়া প্রতিযোগিতায় সাজিদা রহমান মুন্নী, মো. রুবেল, এমদাদ শুভ্র, সাজিদুর রহমান, হাসান বিহঙ্গ, এম আনিসুল হক, তোরাব আল হাবিব, নাজির হোসাইন খান, জান্নাতুল ফেরদাউস ও ইসলাম তরিক পুরস্কার লাভ করেন।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলা থেকে ছড়াকাররা উৎসবে অংশ নেন। সূত্র: দৈনিক চতুর্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.