টাউট নাম্বার ১
‘আবুল হোসেন সরকার তার নিজের নামটি সংক্ষিপ্ত করে এএইচ সরকার বলে পরিচয় দেয়। ঢাকার অভিজাত এলাকায় বাসাভাড়া করে বাস করে। ঘরে সুন্দরী স্ত্রী। নিজেও বেশ সুদর্শন। বেশ বিলাসী জীবনযাপন তার। তবে তার এই বিলাসের পিছনে রয়েছে নানা ধরনের প্রতারণা করে অর্থ সংগ্রহ। মানুষকে কথা দিয়ে বশ করে ফেলার অদ্ভুত একটা জাদুকরী ক্ষমতা তার আছে। সুন্দরী স্ত্রী শাওলীও তার এমন জাদুতে পড়ে বিয়ে করেছিল। এমন বিচক্ষণতার সাথে আবুল হোসেন প্রতারণা করে যে কেউ ধরতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বেশির ভাগ মানুষ অভিযোগও করতে পারে না। কারণ যারা প্রতারিত হয়, তারও অনৈতিকভাবেই ধনী হওয়ার সহজ পথে দৌড়াতে গিয়ে আবুলের ফাঁদে পড়ে। এই সুযোগটিই কাজে লাগিয়ে আবুল আয়েশ করে তার পেশাগত কাজ চালিয়ে যাচ্ছে। স্ত্রী শাওলী একসঙ্গে ঘর করেও ঘুণাক্ষরেও বুঝতে পারে না আবুল হোসেন একজন নাম্বার ওয়ান টাউট।’
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এমনই গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে নাটক ‘টাউট নাম্বার ১’। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১১টা ৫৫ মিনিটে।
এ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আরফান আহমেদ প্রমুখ।